TRENDING:

East Medinipur News: দিঘায় ইলিশ সহ অন্যান মাছের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা! 

Last Updated:

বৃষ্টির দেখা মিললেও দিঘায় ইলিশের দেখা নেই ফলে হতাশ মৎস্যজীবীরা। শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দেখা নেই। ফলে ক্ষতির মুখে মৎস্যজীবীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, পূর্ব মেদিনীপুর : চলতি মরশুমে সেভাবে ইলিশ ওঠেনি দিঘা মোহনা মৎস্য বিপনন কেন্দ্রে। এবছর মাছ শিকারের মরশুম হওয়ার পর হাতেগোনা কয়েকটা ইলিশের দেখা মিলেছে। দিঘা জুড়ে ইলিশের খরা। ইলিশ খরার কারণ খামখেয়ালী আবহাওয়া। সারা জুন মাস জুড়ে ছিল না ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর, দিঘায় মাছ ধরার অনুকূল পরিবেশ ব্যহত হয়েছিল। মৎস্যজীবীরা আশায় ছিল বৃষ্টি দেখা মিললে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হবে। কিন্তু বৃষ্টির দেখা মিললেও দিঘায় ইলিশের দেখা নেই ফলে হতাশ মৎস্যজীবীরা। শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দেখা নেই। ফলে ক্ষতির মুখে মৎস্যজীবীরা।
advertisement

জুন মাসের ১৪ তারিখ থেকে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। শুরুর দিকে দু একদিন ছাড়া জালে সেভাবে মাছ উঠছে না। এমনিতে ইলিশের দেখা নেই তার ওপর অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম। ফলে পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনায়।জুলাই মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা রয়েছে। জুনের শেষের দিকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় মৎস্যজীবীদের আশা ছিল বৃষ্টি শুরু হলেও ইলিশ আবার জালে উঠবে। বৃষ্টি শুরু হলেও আশাহত হল মৎস্যজীবীরা।

advertisement

আরও পড়ুন : মাছের ডিম হোক পিস, পাতে থাকলেই জমে যায়! ফ্যাট কম, প্রোটিনে ঠাসা বাঙালির প্রিয় এই মাছ বিলুপ্তির পথে?

শুধু ইলিশ না ইলিশের সঙ্গে অন্যান্য মাছের যোগান নেই। এ বিষয়ে দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘২০১৭ সাল থেকেই এই চিত্র দেখে আসছি। তা সত্ত্বেও আমরা আশাবাদী। মৌসুম চোরের প্রথম দু একদিন সামুদ্রিক মাছের দোকান থাকলেও তারপর কোন মাছেরই যোগান নেই। আশা করা যায় পরিস্থিতি বদলাবে।’পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দুই হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার, লঞ্চ ভুটভুটি সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম দু-এক দিন ইলিশ না উঠে এলেও অন্যান্য সামুদ্রিক মাছ ভাল পরিমান উঠে এসেছিল।

advertisement

View More

আরও পড়ুন : সমুদ্রে গিয়েও মিলছে না পছন্দসই ইলিশ, তবে এই মেগা মাছেই লক্ষ্মী লাভে হাসিতে ভরপুর দিঘার এই বাজার

কিন্তু তারপর থেকেই মাত্রাতিরিক্ত গরম ও বৃষ্টির নেই ফলে সামুদ্রিক মাছ উৎপাদন ব্যাহত হয়েছে। আর তাতেই মরশুম শুরুর দিকে ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিক সহ মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। পরপর কয়েক বছর দিঘায় ইলিশ মাছের খরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে এখনও আশা ছাড়তে নারাজ ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। তাদের আশা জুলাই মাস থেকে দিঘায় ইলিশ উঠবে ভাল পরিমানে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দিঘায় ইলিশ সহ অন্যান মাছের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল