নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। সুন্দরবন টাইগার রিজার্ভের নির্দেশিকা অনুযায়ী, জঙ্গলের খাঁড়ি নদীতে ইঞ্জিন চালিত বোট নিয়ে ঢোকা যাবে না। ফলে জুলাই মাসের পর থেকে সেখানে ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। অনেকে বাধ্য হয়ে দাঁড় টানা নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন বোট নিয়ে ভিতরে ঢুকছেন, তাদের মোটা টাকা জরিমানা করছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ও বনবিভাগ।
advertisement
গত সপ্তাহের শেষে এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মৎস্যজীবী সংগঠনগুলি ক্ষোভ উগরে দেয়। তাদের প্রশ্ন, ইঞ্জিনচালিত টুরিস্ট বোট চলাচল করছে। তাহলে মৎস্যজীবীদের জন্য কেন এমন ভিন্ন নিয়ম! বৈঠকে উপস্থিত টাইগার রিজার্ভ ও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের কর্তাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুঁড়ে দেন মৎস্যজীবী সংগঠনের নেতারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁরা জানান, বনদফতরের প্রণয়ন করা আইনের জেরে মৎস্যজীবীদের একটা বড় অংশকে ভুগতে হচ্ছে। এভাবে চলতে থাকলে জীবিকায় টান পড়বে। তারা কীভাবে নিজেদের সংসার চালাবে তা ভেবে উঠতে পারছে না। যদিও টাইগার রিজার্ভ ও বনবিভাগের কর্তারা জানিয়েছেন, দফতর থেকে নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম মাফিক এখানে অর্ডার ইস্যু হয়েছে। এ নিয়ে মৎস্যজীবীদের সব বক্তব্য উপর মহলে জানানো হবে।






