TRENDING:

Fisherman Missing: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ

Last Updated:

সাগরে মাছ ধরতে যাওয়াই কাল হল হাওড়া'র রঘুদেব এর! নদীতে জাল গেলেও মাছ মিলছে না, তাই কয়েক বছর রূপনারায়ণ তীরবর্তী মানুষ মাছ ধরতে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি দিচ্ছে, তাদের মধ্যেই একজন রঘুদেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তাই পেটের দায়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। হাওড়ার শ্যামপুরের বছর ৫৬ এর রঘুনাথ মণ্ডল সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে যান। তারপর থেকেই খোঁজ মিলছে না।
advertisement

হাওড়া জেলার মৎস্যজীবীদের দাবি, রূপনারায়ণে মাছ নেই। নদীতে জাল ফেলেও মাছ মিলছে না। তাই বাধ্য হয়ে পেটের দায়ে সমুদ্রের মাছ ধরতে যাচ্ছেন তাঁরা। এদিকে এখানকার মৎস্যজীবীদের বেশিরভাগেরই সমুদ্রে মাছ ধরার তেমন একটা অভিজ্ঞতা না থাকায় বিপদের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে রূপনারায়ণ তীরবর্তী মৎস্যজীবীরা মাছ ধরতে সাগরে পাড়ি দিচ্ছেন।

advertisement

আর‌ও পড়ুন: আগে থেকেই স্কুটি রাখা ছিল, মহিলার গলার হার ছিনিয়েই পগার পাড়! দেখুন ভাইরাল ভিডিও

ট্রলারের পাশাপাশি যাদের তেমন একটা আর্থিক সামর্থ্য নেই নৌকা নিয়েই সমুদ্রে পাড়ি দেন। ১৫-২০ সমুদ্রে থাকার পর ফিরে আসেন। এই লক্ষ্যেই হাওড়ার শ্যামপুরের আমবেড়িয়া গ্রামের রঘুনাথ মণ্ডল সহ আরও কয়েকজন মৎস্যজীবী দিন দশেক আগে একটি ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন।

advertisement

View More

ফিরে আসা মৎস্যজীবীদের বক্তব্য অনুযায়ী, সমুদ্রের বুকে মাছ ধরার সময় তাঁদের ছোট নৌকার পাশ দিয়ে মাল বোঝাই চারটি বাংলাদেশি বার্জ তীব্র গতিতে চলে যায়। তার ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে সমুদ্রে পড়ে যান মৎস্যজীবী রঘুনাথ মণ্ডল ও সহকর্মী সহদেব করাচি। দু’জনে ভাসতে ভাসতে বার্জের দুই প্রান্তে চলে যান। সেই সময় পিছনে থাকা বাংলাদেশী বার্জকে তাঁরা সাহায্যের জন্য আবেদন করলেও সাহায্য মেলেনি বলে মৎস্যজীবীদের অভিযোগ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কিছুক্ষণ পর সহদেবকে উদ্ধার করা গেলেও রঘুনাথ মণ্ডলের হদিস মেলেনি। এই খবর গ্রামে এসে পৌঁছতেই বিমর্ষ হয়ে পড়ে গোটা এলাকা। নিখোঁজ মৎস্যজীবীর বাড়িতে কান্নার রোল উঠেছে। এই অবস্থায় মিরাকেলের ভরসায় আছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Missing: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল