TRENDING:

Fisherman Death: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু

Last Updated:

Fisherman Death: বাড়ির অদূরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সালাউদ্দিন। নদীতে পাতা জাল তুলতে গিয়ে কোন‌ওভাবে জলের টানে ভেসে যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মৎস্যজীবীদের বাঘের পেটে যাওয়াটা কোন‌ও নতুন ঘটনা নয়। কিন্তু এবার আর বাঘের আক্রমণে নয়, মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এখানকার এক তরুণ মৎস্যজীবীর। মৃত ব্যক্তির নাম সালাউদ্দিন লস্কর (১৮)।
advertisement

মর্মান্ত ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের কুমড়োখালি কাছারিপাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে করে নিয়ে যায়। নিয়মমাফিক ওই মৎস্যজীবীর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জেলার মুমূর্ষু রোগীদের নিয়ে আর শিলিগুড়ি ছুটতে হবে না

advertisement

প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, এদিন বাড়ির অদূরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন সালাউদ্দিন। নদীতে পাতা জাল তুলতে গিয়ে কোন‌ওভাবে জলের টানে ভেসে যান। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর গ্রামের বাকিরা বিষয়টি টের পান। এরপর তাঁরা ছুটে আসেন নদীর ধারে। তারপর নদীতে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি চলে।

প্রায় ছয় ঘণ্টা পর খোঁজ মেলে সালাউদ্দিনের। ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এত কম বয়সী এক তরুণের মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও শোকে ভেঙে পড়েছেন। এদিকে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Death: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল