আরও পড়ুন: দুর্ঘটনায় হারালেন ছেলেকে, শোকে পাথর হয়েও অনন্য নজির গড়লেন মা
রাজ্য সরকারের নতুন প্রকল্প "স্বর্ণ মৎস্য যোজনা" -র অধীনেই হলদিয়া ব্লকে বাগদা-সহ পার্শে মাছের মিশ্র চাষ প্রকল্পের সূচনা হল। আজ, শুক্রবার হলদিয়ার বিডিও অফিস থেকে ৭জন মাছচাষীকে "স্বর্ণ মৎস্য যোজনা"র অধীনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে-ভাঙন মাছ বিতরণ করা হয়। স্বর্ণ মৎস্য যোজনার আওতাধীন মৎস্যজীবীদেরমধ্যে যেমন অভিজ্ঞ মৎস্যজীবীরা আছেন, তেমনি আছেন তরুণ মাছ চাষীরাও। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, এই প্রথম হলদিয়ায় স্বর্ণ মৎস্য যোজনা" রূপায়িত হচ্ছে।
advertisement
আরও পড়ুন: বগটুইয়ের অদূরেই এ কী পেল পুলিশ! বাদ গেল না কেশপুরও, ২৪ ঘণ্টাতেই ফলছে ফল?
এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছ চাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শে, ভাঙন মিশ্রচাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রশাসনের দাবি। নতুন এইসব প্রকল্পের মাধ্যমে মাছচাষীদের এই পেশায় উৎসাহ আরও বাড়ছে বলে সকলের দাবি। সব মিলিয়ে হলদিয়ায় শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে মাছ চাষের অগ্রগতির ওপরও যে রাজ্য সরকার অধিক গুরুত্ব দিতে চাইছে, মাছ চাষে এইসব সরকারি হস্তক্ষেপ ও উৎসাহদান সেকথাই জানান দিচ্ছে বলে মনে করছেন হলদিয়ার মানুষজন।
Sujit Bhoumik