TRENDING:

ইনকাম নিয়ে ভাবতে হবে না...! মাছ চাষে বেছে নিতে হবে এই পথ, এবার প্রশিক্ষণ দিল খোদ সরকার

Last Updated:

বর্ষার এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত কাল। সেই কারণে খাতায়-কলমে না শিখে প্রাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে সহজেই তারা বুঝতেও শিখতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী: নদিয়ার কল্যাণীতে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় মিঠা জলে মাছ চাষের বিশেষ প্রশিক্ষণ। মাছে ভাতে বাঙালি! দৈনন্দিন খাদ্য তালিকায় বাঙালির সঙ্গে চিরাচরিত ভাবে ঠাঁই নানা ধরনের মাছ। তবে খাল, বিল, পুকুর কমে যাওয়ার কারণে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধিতে মাছের চাহিদা সবসময়। তাই সেই দিকেই যদি মৎস্য চাষিদের উৎসাহিত করা যায় একদিকে যেমন খাদ্যের জোগান মিলবে অন্যদিকে তাদেরও বাড়বে উপার্জন। আর এ কথা ভেবেই মৎস্যজীবীদের মিঠা জলে আধুনিক পদ্ধতিতে মাছ প্রজননের প্রশিক্ষণ দেওয়া হল এদিন।
advertisement

নদিয়ার কল্যাণীতে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় কেন্দ্রীয় মিঠা জল জীব পালন সংস্থা ও আঞ্চলিক গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পাবদা, শিঙি ও টেংরা মাছের প্রজনন নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ বর্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাছের প্রজনন এবং ডিম পাড়ার উপযুক্ত কাল। সেই কারণে খাতায়-কলমে না শিখে প্রাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে সহজেই তারা বুঝতেও শিখতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে।

advertisement

আরও পড়ুন: মাসে মাসে কড়কড়ে ১০ হাজার টাকা…! সামান্য প্রশিক্ষণ নিয়েই বাজিমাত, ফুলেফেঁপে উঠছে মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’

View More

নদিয়ার এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলার মৎস্যচাষিরা মাছের প্রজননের প্রশিক্ষণ নেয়। মৎস্য বিজ্ঞানী বৈদ্যনাথ পাল বলেন, প্রশিক্ষণ নেওয়ার পর চাষিরা নিজেরাই নিজস্ব হ্যাচারিতে চারা মাছ তৈরি করে লাভবান হবেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী ডঃ সুভাষ সরকার, মৎস্য বিজ্ঞানী ডঃ আজমল হোসেন প্রমুখ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আধুনিক পদ্ধতিতে এই প্রযোজন শেখার ফলে লাভবান হবেন একদিকে মৎস্যজীবীরা পাশাপাশি একাধিক কর্মসংস্থানের নতুন করে জন্ম নেবে বলেও মনে করছেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইনকাম নিয়ে ভাবতে হবে না...! মাছ চাষে বেছে নিতে হবে এই পথ, এবার প্রশিক্ষণ দিল খোদ সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল