আরও পড়ুন: বাঁকুড়ায় 'আদিম মানুষের' গুহার হদিশ, বিস্ময়কর ঘটনা বাংলায়! অপার রহস্যের সন্ধান
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
শুভেন্দু বারংবার সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে আগেও সরব হয়েছেন, আজও সরব হয়েছেন৷ সেই রকম করেই সৌমেন্দুর দাবি, বাড়ির খাবারে আসতে দেওয়া হয়নি। সাত ঘন্টা চা ও বিস্কুট খেয়েই তিনি কাটিয়েছেন। আজ তাকে মূলত সারদা জমির মামলা নিয়ে মিসিং ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। যেহেতু তিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন।
advertisement
তার আরও অভিযোগ, তিনি প্রায় দেড় বছর চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে আসার পর আরও তিনজন সেই চেয়ারে বসেছেন, দু’জন পৌর প্রশাসক ও বর্তমান চেয়ারম্যান। তাদেরকে নোটিশ করা হল না, তাদের সময়ে অভিযোগ হল সারদা জমি নিয়ে, অথচ তাদের নোটিশ না করে কেবল উদ্দেশ্য প্রণোদিতভাবে সৌমেন্দু অধিকারীকে নোটিশ করা হয়েছে ফাইল মিসিং নিয়ে। এই নিয়ে তিনি বিচার প্রার্থী হয়ে ফের উচ্চ আদালতের দারস্থ হবেন। আগামী শুক্রবার ফের কলেজ বিল্ডিং তৈরির দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে, এমনটা জানা গিয়েছে।
Sujit Bhowmik