TRENDING:

Firecrackers: লাইসেন্স লাগবে, ঝোলাতেও হবে! কালীপুজোর সময়ই রাজ্যে জারি নতুন নির্দেশ

Last Updated:

Firecrackers: ইতিমধ্যেই অধিকাংশ দোকান এই নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শব্দবাজি নিয়ে কড়া পুলিশ প্রশাসন। চম্পাহাটিতেবলা হয়েছে, প্রতিটি বাজির দোকানে ব্যবসায়ীদেরলাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে। পাশাপাশি, রাখতে হবে অগ্নিনির্বাপণব্যবস্থা। এছাড়াও পর্যাপ্ত জল ও বালি মজুত রাখতে হবে ব্যবসায়ীদের। ইতিমধ্যেই অধিকাংশ দোকান এই নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করেছে।
বাজির দোকানে লাইসেন্স
বাজির দোকানে লাইসেন্স
advertisement

ব্যবসায়ীরা এই কাজ ঠিকমতো করেছে কিনা, তা খতিয়ে দেখতে নজরদারি করেছেন বারুইপুর পুলিস জেলার বিশেষ টিম। এক পুলিস আধিকারিক বলেন, বাজারে দুর্ঘটনা এড়াতেইবাজি বাজারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোনও ঘটনা ঘটে, তাহলে বারুইপুর থেকে দমকলের ইঞ্জিন না আসা পর্যন্ত আপতকালীন ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত জল ও বালি মজুত রাখতে বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এক নির্দেশে মাথায় হাত জ্যোতিপ্রিয়র! হাসছে ইডি

কয়েক বছর বেশ কয়েকটি বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আগেভাগেই বাজি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি, গত বছর বাজি বাজারে অধিকাংশ দোকানেই অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না।

View More

আরও পড়ুন: বালুর নির্দেশেই তাঁর স্ত্রী-কন্যা তিন সংস্থার ডিরেক্টর ছিলেন! ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয়র

advertisement

কিন্তু এবার বাজি বাজার শুরুর আগেই ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছেন। আতসবাজি বিক্রেতাদের সংগঠনের কর্তা অর্জুন মণ্ডল বলেন, এবার বাজি বাজার শুরু হওয়ার আগেই ৩০০ জন সেলিং লাইসেন্স পেয়ে গিয়েছেন।রাস্তার দু’ধারে বসেছে বাজির দোকান। সম্প্রতি এই বাজি বাজার নিয়ে বারুইপুর পুলিস জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Firecrackers: লাইসেন্স লাগবে, ঝোলাতেও হবে! কালীপুজোর সময়ই রাজ্যে জারি নতুন নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল