Jyotipriyo Mallick: বালুর নির্দেশেই তাঁর স্ত্রী-কন্যা তিন সংস্থার ডিরেক্টর ছিলেন! ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয়র
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
জ্যোতিপ্রিয় প্রথমে তিন কোম্পানি বিষয়ে অস্বীকার করলেও পরে অবশ্য সবটা মেনে নিয়েছেন।
কলকাতা: ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। এ বার জেলে। আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, ইডি হেফাজতে থেকে মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। জেলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার আবেদনও জানানো হয়েছে। এর আগে গ্রেফতারির পরে পরেই একাধিকবার হাসপাতালমুখী হতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে৷ সেখানে চিকিৎসা চলেছে নিয়মিত৷ সব মিলিয়ে বর্তমানে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর তাঁর স্বাস্থ্য় নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে৷
এর মধ্যে ইডির আইনজীবী জেল হেফাজতের আবেদন করেন। তবে জ্যোতিপ্রিয়র আইনজীবী স্পষ্ট জানান যে কাস্টডিতে থাকাকালীন তাঁর অবস্থার অবনতি হয়েছে। ৭ দিন আগের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যে কোনও সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। Ed আইনজীবী অবশ্য জানান জেল হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে। কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড বলেছেন তিনি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। ভর্তি করার প্রয়োজন নেই। ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
advertisement
advertisement
অন্যদিকে জ্যোতিপ্রিয় প্রথমে তিন কোম্পানি বিষয়ে অস্বীকার করলেও পরে অবশ্য সবটা মেনে নিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 4:18 PM IST