আগুন লাগার ঘটনা বুঝতে পেরে ট্রেনটিকে দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: সূর্য গোচর, চন্দ্র গ্রহণ, মহাদুর্লভ সংযোগ…হোলির দিন থেকে ৪ রাশির গোল্ডেন টাইম শুরু! সোনাদানার বন্যা
দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এক যাত্রী জানালেন, ’’কী কারণে এই আগুন লাগল তা বোঝা যায়নি। হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনে।’’ জানা যায়, তিনি রিজার্ভেশন কামরায় ছিলেন। বুঝতে পেরে ট্রেন থেকে নেমে আসেন।
advertisement
সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই প্রাথমিক অনুমান। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, জেলা পুলিশ ও রেল পুলিশ। দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা বোঝার চেষ্টা করছে রেল পুলিশ। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। একটুর জন্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ওই ট্রেনের যাত্রীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি