আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় গোটা আকাশ মুহূর্তেই ঢেকে যায়। এলাকার মানুষ তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। একই সঙ্গে পুরুলিয়া সদর থানার পুলিশ কর্তারাও ছুটে আসেন। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
আরও পড়ুন: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭
advertisement
এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির ফলে অনেকটাই সমস্যা হবে। তাঁদের মনেও আতঙ্কে ছায়া নেমেছে। পুরুলিয়া-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দেশবন্ধু রোড। হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করেন। দেশবন্ধু রোড সিটি সেন্টার এলাকা নামে পরিচিত। এখানে চারতারা হোটেল এবং বিভিন্ন মল রয়েছে। রয়েছে একাধিক বড় বড় রেস্তোরাঁ ও ক্যাফে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্যের মাত্রা একটু বেশি। যদিও দমকলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি