Road Accident: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭

Last Updated:

Road Accident: গুরুতর আহত হয় মারুতি গাড়িতে থাকা যাত্রীরা। মুখোমুখি সংঘর্ষ হওয়ার দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে

বাসন্তি হাইওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৭
বাসন্তি হাইওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৭
উত্তর ২৪ পরগনা: বাসন্তি হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৭ জন। হাড়োয়ার কুলটি ঘোষপুর বাজারে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা। বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাত জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলার দিকে কলকাতা থেকে মালঞ্চগামী একটি বাস ও অপর দিকে মালঞ্চ থেকে কলকাতাগামী একটি মারুতি ওমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় ওই মারুতি গাড়িতে থাকা যাত্রীরা। মুখোমুখি সংঘর্ষ হওয়ার দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। ব্যাপক যানজট দেখা দেয়। যদিও পড়ে পুলিশের হস্তক্ষেপে সেই যানজট স্বাভাবিক হয়ে যায়।
advertisement
advertisement
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মূলত গাড়ির বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আর্জি, এমন ঘটনা ঠেকাতে প্রশাসন আরও কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করুক। না হলে আগামী দিনে এমন দুর্ঘটনা আরও ঘটতে থাকবে।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement