ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপরডি গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের পরিবারে। খবর পেয়ে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত-সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত জানান, ‘আমাদের তরফে বিষয়টি বিজ্ঞান মঞ্চের কাছে জানানো হয়েছে পরীক্ষার জন্য। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, গ্রামবাসীদের ও পরিবারের সদস্যদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।’
advertisement
অন্যদিকে রঘুনাথপুর ২ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সমীক বাউরি বলেন, ‘এর আগে এ ধরনের ঘটনা আমি কখনও দেখিনি। হঠাৎ কীভাবে এমন আগুন লাগছে বোঝা যাচ্ছে না। বিজ্ঞান মঞ্চকে জানান হয়েছে, তাঁরা তদন্ত করে কারণ খতিয়ে দেখবেন।’
ঘটনাটি ঘিরে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তের পরই পরিষ্কার হবে রহস্যজনক আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে গ্রামে আতঙ্ক না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।





