আরও পড়ুন: মশারির জালেই লেখা সর্বনাশ! হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছ
রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি ধূপ কারখানায় আগুন লাগে। সেই সময় যথারীতি সকলেই ঘুমোচ্ছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। জেলার অন্যতম বড় ধূপের কারখানা ছিল এটি। এই কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন কয়েক হাজার শ্রমিক। আগুনের সবকিছু ছারখার হয়ে যাওয়ায় এদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের চোখে জল দেখা যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে সকাল পর্যন্ত সেই আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। ধূপের কারখানা হওয়ায় ভেতরে প্রচুর দাহ্য বস্তু মজুত করা ছিল। তাই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ডের যে কর্মহীন হয়ে পড়েছেন বেশ কয়েক হাজার শ্রমিক।
রঞ্জন চন্দ