ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারেও হাত লাগায় তারা। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে নীচে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।
বহুতল আবাসনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন ছিলেন, এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এই আগুন-আতঙ্কে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কীভাবে আগুন লাগল, ওই আবাসনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সে বিষয়ে পরবর্তীতে খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Newtown: ভিতরে আটকে ২২ জন, ভয়ঙ্কর আগুন নিউটাউনের বহুতলে! শিউরে ওঠা ঘটনা