ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ শান্তিপুর দমকল অফিসে ফোন করেন, কিন্তু অভিযোগ ওঠেছে, দমকলের গাড়ি আগুন নেভার পর ঘটনাস্থলে পৌঁছয়। অথচ ঘটনাস্থল দমকল অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরে। ফলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যে সময় হাজির হয়েছে, ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুন : শসা, লঙ্কা থেকে বেগুন, ঢ্যাঁড়শ! বিশ বাঁও জলে সবজি চাষ, উৎসবের মরশুমে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা
advertisement
আগুনে বেশ কিছু কৃষিকাজের সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ভেতরে থাকা একটি গরুকে স্থানীয়রা দড়ি কেটে বের করে প্রাণে রক্ষা করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের বিলম্বরে কারণে ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দমকল বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি। এলাকাবাসীর প্রশ্ন, “যখন দমকল অফিস এত কাছেই, তাহলে আগুন লাগার প্রায় আধ ঘণ্টা পর কেন পৌঁছলো দমকল বাহিনী?” পুরো ঘটনার জেরে বক্তারঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী দমকলের এই গাফিলতির জন্য ক্ষোভে ফেটে পড়েছেন ।