আরও পড়ুনঃ আকাশে উধাও ‘মিশরের রাজকুমারি’! কিসমত কুমারের ইন্দ্রজালে বাজিমাত দর্শকদের সামনে
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের তিনটি দোকানে একই সঙ্গে আগুন লেগে যায়। কিন্তু একই সঙ্গে তিনটি দোকানে আগুন লাগল কিভাবে এইটাই এখন বড় প্রশ্ন। একটি দোকানের সঙ্গে আরেকটি দোকানের দূরত্ব প্রায় ১০ থেকে ১৫ মিটার। একই সঙ্গে তিন চারটি দোকানে আগুন লাগার বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে এই দোকানগুলিতে। তবে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ ও দমকলের আধিকারিকেরা।
advertisement
উল্লেখিত, সম্প্রতি জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম। সেই গ্রামেও ২০-২৫ টি বাড়ি আগুন লাগিয়ে দিয়েছিল কে বা কারা। অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছিল জয়নগরের দক্ষিণ বারাসাতে সিপিএমের দলীয় কার্যালয়। তবে কী জয়নগরের দক্ষিণ বারাসাতের এই দোকানগুলির অগ্নিসংযোগ-এর ঘটনার সঙ্গে যোগ রয়েছে, জয়নগর দাপুটে নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনার। এখন সেটাই খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা