বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এর পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে বনদফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপ দেখে বাঘের গতিপথ নির্ধারণ করে বনকর্মীরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
এর পর বাঘটিকে ধরার জন্য বনদফতর এর পক্ষ থেকে পাতা হয় খাঁচা। অবশেষে গভীর রাতে বনদফতরের পাতা খাচায় খাঁচা বন্দী হয় বাঘ। এ বিষয়ে বনদফতরের এক কর্মী তিনি জানান, গতকাল এলাকায় বাঘের পায়ের ছাপের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে আমরা। এলাকাবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
advertisement
আরও পড়ুন- আচমকা বাজ! মাঠে কাজ করতে গিয়ে চরম পরিণতি মহিলার, কেদারপুরে কান্নার রোল!
বাঘটিকে খাঁচা বন্দি করানোর জন্য বেশ কয়েকটি খাচা পাতা হয় ছাগলের টোপ দিয়ে। গভীর রাতে হঠাৎই আমরা ছাগলের চিৎকার শুনতে পাই ।এরপর তড়িঘড়ি আমরা খাঁচার কাছে গেলে দেখতে পাই খাঁচা বন্দি হয়েছে বাঘ। বাঘটিকে উদ্ধার করে ঝড়খালীতে নিয়ে যাওয়া হবে এবং বাঘটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর পুনরায় বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে। অবশেষে বাঘটি খাঁচা বন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেউলবাড়ি এলাকার এলাকাবাসীরা।
সুমন সাহা