জানা যাচ্ছে, ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রামে দীর্ঘদিন ধরে একটি ক্লাব রয়েছে। সম্প্রতি ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি সেই ক্লাব সংলগ্ন জায়গা কেনেন। এরপর থেকেই তিনি ওই ক্লাবটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
advertisement
ক্লাব সদস্যদের দাবি, ইতিমধ্যেই ক্লাবের একাধিক সদস্যদের নানা ধরণের মামলায় ফাঁসিয়েছেন। মঙ্গলবার বিকেলে জোর করে ক্লাবের জায়গা দখল করতে যান ভোলানাথ ও তাঁর অনুগামীরা। তখন গ্রামের মানুষজন ও ক্লাবের সদস্যরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এদিকে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।