পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দুটি ষাঁড় লড়াই শুরু করে। আর যা দেখে রীতিমত ভিড় জমে যায় উৎসাহী মানুষের। অনেকেই তাড়িয়ে তাড়িয়ে দেখেন এই দৃশ্য। অনেকে আবার মুঠোফোনে বন্দি করে নেন এই দৃশ্য। আস্তে , আস্তে দুই ষাঁড়ের লড়াই এমন জায়গায় পৌঁছায় বাধ্য হয়ে ঘটনাস্থলে আসতে হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় ষাঁড় দুটি। এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পরে। পুরুলিয়া শহরে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু তা এত বড় আকার ধারণ করেনি। তবে এই দিন দামাল ষাঁড় দুটির তাণ্ডবে গোটা চকবাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় ট্যাক্সি স্ট্যান্ড এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ East Medinipur News: পাঁশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
প্রসঙ্গত,গ্রামেগঞ্জে আজও পূর্বপুরুষদের উৎসর্গ করে ষাঁড় দান করার রীতি প্রচলিত আছে। অনেকেই প্রিয়জন বিয়োগের পর শ্রাদ্ধানুষ্ঠানের সময় ষাঁড় দান করেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। গ্ৰাম্য অঞ্চল গুলিতে এই রীতি খুবই জনপ্রিয়। এই সমস্ত ষাঁড় গুলি মূলত মালিক বিহীন হয়ে থাকে। তাই খাবারের সন্ধানে গ্রাম থাকে এরা শহরে চলে আসে। শহরের ব্যস্ততম এই কোলাহলের মধ্যে তাই অনেক সময়তেই তাদের এই তাণ্ডব লীলা দেখা যায়। এই দিন সকালেও পুরুলিয়া শহরবাসী এই ষাঁড়ের তাণ্ডবের সাক্ষী থাকল।
শর্মিষ্ঠা ব্যানার্জি