পাশাপাশি যাদব ও সিং পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি। ঘটনায় আহত হয়েছেন সিং পরিবারের ৫ জন। ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে তিনজন চিকিৎসাধীন রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে। যাদব পরিবারের ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর থেকে বেপাত্তা ওই পরিবার।
আরও পড়ুনঃ মহালয়ার রাতেই ভয়াবহ দুর্ঘটনা! ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল বেকাবু গাড়ি, পিষে দিল পরপর… মৃত ২, আহত বহু
advertisement
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। মানা করা হলেও শোনেনি। উল্টে পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দিয়ে যায়। আরও বাজি ফাটানোর জন্য। সিং পরিবারের আরও অভিযোগ, তাঁদের চারচাকা গাড়ির নিচে বাজি ফাটানো হয়। ডিজেল গাড়িতে আগুন ধরে যাবে এই আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে তর্ক বিবাদ বাড়ে। এরপরেই জনা কুড়ি এসে হামলা চালায়। লাঠির আঘাতে মাথা ফাটে তাঁদের।
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ
এই ঘটনার পর হামলাকারী পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। আক্রান্ত পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই দুটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বাদ বিবাদ আগে থেকেই রয়েছে। বাজি ফাটানোকে কেন্দ্র করে এই ঘটনা সামনে এলেও পিছনে রয়েছে পুরানো শত্রুতা।