TRENDING:

বাজি ফাটানোকে কেন্দ্র করে দু'পরিবারের মধ্যে তুমুল অশান্তি! শুরু হয় লাঠালাঠি, ঝরল রক্ত! থানার দারস্থ হতেই বেপাত্তা অভিযুক্তরা

Last Updated:

Asansol News: বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তুমুল অশান্তি। কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি। ঘটনায় আহত ৫ জন। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকার এলাকার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তুমুল অশান্তি। কথা কাটাকাটি পৌঁছে গেল হাতাহাতিতে। ঘটনায় আহত ৫ জন। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকার এলাকার ঘটনা।
বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে হাতাহাতি, আহত ৫
বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে হাতাহাতি, আহত ৫
advertisement

পাশাপাশি যাদব ও সিং পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি। ঘটনায় আহত হয়েছেন সিং পরিবারের ৫ জন। ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে তিনজন চিকিৎসাধীন রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে। যাদব পরিবারের ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর থেকে বেপাত্তা ওই পরিবার।

আরও পড়ুনঃ মহালয়ার রাতেই ভয়াবহ দুর্ঘটনা! ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল বেকাবু গাড়ি, পিষে দিল পরপর… মৃত ২, আহত বহু

advertisement

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। মানা করা হলেও শোনেনি। উল্টে পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দিয়ে যায়। আরও বাজি ফাটানোর জন্য। সিং পরিবারের আরও অভিযোগ, তাঁদের চারচাকা গাড়ির নিচে বাজি ফাটানো হয়। ডিজেল গাড়িতে আগুন ধরে যাবে এই আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে তর্ক বিবাদ বাড়ে। এরপরেই জনা কুড়ি এসে হামলা চালায়। লাঠির আঘাতে মাথা ফাটে তাঁদের।

advertisement

আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনাতেই শহরে বিপত্তি! ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার, চরম দুর্ভোগ

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাস কথা বলে, এক প্রান্তে দাঁড়ালে অন্যদিকে চোখ যায়না, বাংলার 'বৃহত্তম' পুষ্করিনী কোথায়?
আরও দেখুন

এই ঘটনার পর হামলাকারী পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। আক্রান্ত পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই দুটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বাদ বিবাদ আগে থেকেই রয়েছে। বাজি ফাটানোকে কেন্দ্র করে এই ঘটনা সামনে এলেও পিছনে রয়েছে পুরানো শত্রুতা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজি ফাটানোকে কেন্দ্র করে দু'পরিবারের মধ্যে তুমুল অশান্তি! শুরু হয় লাঠালাঠি, ঝরল রক্ত! থানার দারস্থ হতেই বেপাত্তা অভিযুক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল