TRENDING:

Bus Service: কমছে সরকারি বাস, রাস্তায় নেই একাধিক বেসরকারি বাসও... উধাও আস্ত রুট! শহরে হচ্ছেটা কী?

Last Updated:

সিটি সাব আরবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, ‘হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের পুরনো বাস বাতিল করা হচ্ছে। সরকারি তরফে যে সংখ্যক বাস কমছে, সেটা পুনরায় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন দিন বাড়ছে যাত্রী সংখ্যা। অথচ, কমছে সরকারি বাস। উধাও হয়ে যাচ্ছে আস্ত রুটই। তা-ও আবার একটা-দু’টো রুট নয়। পরিবহণ দফতরের তথ্যই বলছে, গত ৭-৮ বছরে শহর ও শহরতলিতে ১০০টির বেশি সরকারি বাস রুট বন্ধ হয়ে গিয়েছে। বছরখানেক আগে প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০টি সরকারি বাস চলত। এখন সেই সংখ্য়াটা কমে দাঁড়িয়েছে গড়ে ৭০০-তে। বেশ কিছু সরকারি বিদ্যুৎ চালিত বাস ইতিমধ্যে রাস্তায় নামানো হয়েছে। তবে যাত্রীদের দাবি, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। পরিবহণ মন্ত্রী দাবি করেছেন, শীঘ্রই বিএস-৬ বাস নামবে কলকাতার রাস্তায়। তবে এর মধ্য়ে আবার, নিয়ম অনুযায়ী, ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ প্রায় দেড় হাজার বেসরকারি বাস বাতিলের খাতায় নাম লেখাবে শীঘ্রই। ফলে এই সঙ্কট এবং যাত্রীদের ভোগান্তি, শেষ অবধি কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।
কমছে একাধিক বাস
কমছে একাধিক বাস
advertisement

পরিবহণ দফতরের হিসেব অনুযায়ী, কলকাতার রাস্তায় বেসরকারি বাস চলে চলে ৩ হাজার ৬১৫টি। এর মধ্যে ১৫ বছরের পুরনো হয়ে গিয়েছে এমন বাসের সংখ্যা কয়েক হাজার। এত পরিমাণ বাস বাতিলের খাতায় নাম লেখালে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা বলে আশঙ্কা করছেন অনেকে।

পরিবহণ মন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশে ১৫ বছরের উপরে গাড়ি চলা নিষিদ্ধ আছে। সেগুলিকে স্ক্র্যাপ করতে হয়। ২০০৯ সালে যতগুলি বাস রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক ততগুলো গাড়ি বাতিল করা হবে। সেই সংখ্যাটা হাজার হাজার নয়।’ তবে, যাত্রীদের দুর্ভোগের কোনও সম্ভাবনা নেই বলেও জানালেন তিনি। তাঁর কথায়, গত দশ বছরে আমাদের শহরে প্রচুর অ্যাপ ক্যাব সংস্থা চালু হয়েছে। প্রায় ৫০-৬০ হাজার গাড়ি কলকাতায় চলাচল করছে। তিনি বলেন, ‘হাহাকার হওয়ার কোনও জায়গায় নেই। সরকারি বাসের ক্ষেত্রেও পুরনো বাস বাতিল করে বিকল্প বাসের ব্যবস্থা হবে।’

advertisement

আরও পড়ুন- গটগট করে DM অফিসে ঢুকে গেলেন যুবক! হাতের ‘হলুদ ব্যাগে’ কী…? খুলতেই হতভম্ব কন্সটেবল 

আরও পড়ুন- ‘ওটা আমার বাবা ছিল না!’ শেষকৃত্যের পর মর্গে এসে যা বলল মেয়ে…শিউরে উঠবেন!

সিটি সাব আরবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, ‘হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের পুরনো বাস বাতিল করা হচ্ছে। সরকারি তরফে যে সংখ্যক বাস কমছে, সেটা পুনরায় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’ তবে তাঁর কথায়, মূলত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাস মালিকরা ক্ষতি মেনে নিয়ে নতুন বাস নামাতে পারছেন না। বাস ছাড়াও অনেক রকমের যানবাহনের সংখ্যা বেড়েছে। এই সবকিছুকে ছাপিয়ে গিয়ে নতুন বা কতটা রাস্তায় নামবে,সেটার উপরেই নির্ভর করছে এই সমস্যার সমাধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, অল ইন্ডিয়া বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘২০১৮ সালের পর থেকে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে বাস ভাড়া কোনওভাবে বাড়ানোর পক্ষপাতি নয় সরকার। সেই কারণে, অনেক বাস মালিকদের অনীহা চলে এসেছে নতুন বাস নামানোর।’ এছাড়াও করোনা কালে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেকেই অন্য পেশায় বাধ্য হয়ে চলে গিয়েছিলেন। সেই কারণে অনেক রুটে বাস বন্ধও হয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Service: কমছে সরকারি বাস, রাস্তায় নেই একাধিক বেসরকারি বাসও... উধাও আস্ত রুট! শহরে হচ্ছেটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল