জানা যায়, হরিহরপাড়া থানায় আইসি অরূপ রায় আসার পর থেকে হরিহরপাড়া থানা প্রাঙ্গনে চিত্রটা বদলে গিয়েছে । থানা প্রাঙ্গনে এক এক করে গড়ে উঠেছে আনন্দ আশ্রম, আনন্দধারা, গোলাপ বাগিচা, খোলা হাওয়া। থানার পরিবেশ ও আধিকারিকের ব্যবহার দেখে মুগ্ধ বৃহন্নলার দল, আনন্দ আশ্রমে গানের সুরে সুর মেলালেন আক্রান্ত বৃহন্নলাও। খাবার ছিটিয়ে মাছ ও কচ্ছপের সাঁতার দেখলেন আনন্দ সরোবরে, পাখিদের কিচিরমিচির শব্দ ছাড়াও হরিণ উদ্যানে হরিণ দেখে মুগ্ধ তারা। চন্দ্রদ্বীপ পার্কেও গেলেন সকলে। আজকের দিনে যেখানে থানার নাম শুনলেই অনেকের মনে ভয়ের ছবি ভেসে ওঠে, সেখানে হরিহরপাড়া থানার এই উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত তৈরি করল।
advertisement
আইসি অরূপ রায় তিনি জানান, মানুষকে বেঁচে থাকতে গেলে মন ভাল রাখতে হবে আর ওই মন ভাল করার জন্য সঙ্গীতকেই বেছে নিয়েছেন তিনি তাই প্রতিদিন আনন্দ আশ্রমে বাউল শিল্পীদের নিয়ে সংগীত অনুষ্ঠান করা হয়। বৃহন্নলাদের মতো প্রান্তিক সম্প্রদায়ের মানুষ থানায় এসে স্বাচ্ছন্দ্যবোধ করছেন এটাই সমাজের এগিয়ে চলার বড় চিহ্ন।
কৌশিক অধিকারী