Kolkata Police Cooperative Bank: ভাঙড়ে খুলছে কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, লাভবান হবেন এলাকার মানুষও

Last Updated:

পুলিশ সূত্রের খবর, ভাঙড়ে নতুন এই শাখা চালু হলে উপকৃত হবেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে কর্মরত হাজারও পুলিশকর্মী। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষও এই ব্যাঙ্কে সুবিধা নিতে পারবেন।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
ভাঙড়: কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাঙ্ক এবার শহর ছাড়িয়ে পা রাখছে ভাঙড়ে। ঘটকপুকুর বাজারের কাছে বাসন্তী রাজ্য সড়কের ধারে ভাঙড় ১ বিডিও অফিসের ভবনেই চালু হতে চলেছে ব্যাঙ্কের নতুন শাখা। নভেম্বরের মাঝামাঝি এই শাখা চালু করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি তুঙ্গে, জানালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ সূত্রের খবর, ভাঙড়ে নতুন এই শাখা চালু হলে উপকৃত হবেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে কর্মরত হাজারও পুলিশকর্মী। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষও এই ব্যাঙ্কে সুবিধা নিতে পারবেন।
অন্য সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের তুলনায় কো-অপারেটিভ ব্যাঙ্কে সেভিংস, রেকারিং ও ফিক্সড ডিপোজিট- তিন ক্ষেত্রেই সুদের হার তুলনামূলক ভাবে বেশি। এমআইএস (মাসিক আয়ের স্কিম)-এর সুবিধাও থাকছে। তা ছাড়া, নিজের জমা টাকার উপরে সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ মিলবে গ্রাহকদের। ইতিমধ্যেই কলকাতায় বিটি রোড, ডায়মন্ড হারবার রোড, সিআইটি রোড-সহ চারটি শাখা চালু রয়েছে। ভাঙড় হবে এই ব্যাঙ্কের পঞ্চম শাখা।
advertisement
advertisement
বর্তমানে কলকাতা পুলিশের দশটি ডিভিশনে ৯১টি থানা ও প্রায় সাড়ে ৩৭ হাজার পুলিশকর্মী মোতায়েন আছেন ৫৩০ বর্গ কিলোমিটার এলাকায়। ২০২৪ সালের ৮ জানুয়ারি ভাঙড় ডিভিশনের আটটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই প্রশাসনিক পরিষেবা বাড়ানোর উদ্যোগে জোর দিয়েছে লালবাজার।
advertisement
আগামী দিনে ভাঙড়ে দমকল কেন্দ্র, মহিলা থানা ও সাইবার ক্রাইম থানা চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি, ট্র্যাফিক গার্ডের সংখ্যা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে পুলিশ-প্রশাসন। নতুন ব্যাঙ্কের শাখা চালুর মধ্যে দিয়ে ভাঙড়-সহ আশপাশের এলাকার সরকারি কর্মী ও সাধারণ মানুষের আর্থিক পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা স্থানীয়দের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata Police Cooperative Bank: ভাঙড়ে খুলছে কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, লাভবান হবেন এলাকার মানুষও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement