আরও পড়ুন: পর্যটকদের জন্য ‘ভারত গৌরব’ বিশেষ ট্রেন, ‘রামলালা’ দর্শনের সঙ্গে হবে উত্তর ভারত ভ্রমণও
যেখানে মেট্রো রেলে গাদাগাদি ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রতিদিন। এর ফলে সড়ক ও জলপথে এক ধাক্কায় যাত্রী সংখ্যা অনেকটা কম গিয়েছে। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাস ট্যাক্সি মালিকদের পাশাপাশি জলপথ পরিবহনের। সেই খরা কাটাতেই বিশেষ উদ্যোগ হুগলি জলপথ পরিবহনের। পাল্লা দিয়ে নতুন রুট চালু করছে হুগলি জলপথ পরিবহন। অন্যদিকে মেট্রোর সঙ্গে টক্কর দিতে সুসজ্জিত করা হচ্ছে জলযান গুলিকে। যা যাত্রীদের ভীষণভাবে আকৃষ্ট করবে এমনটাই আশাবাদী জলপথ পরিবহন কর্তৃপক্ষ। জলপথ উন্নতি কল্পে প্রায় সাত কোটি টাকা সরকারি অনুদান মিলেছে। তাতে জলপথ পরিবহনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!
আগামীতে আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা সাধারন যাত্রীদের ভীষণভাবে আকৃষ্ট করবে বলেই মনে করছে নব গঠিত হুগলি জলপথ পরিবহন কমিটি। একাংশের যাত্রীরা মনে করছে তাদের পক্ষে মেট্রোর থেকে অধিক সুবিধা জনক ফেরি পারাপার। এ প্রসঙ্গে পরিবহন কর্তৃপক্ষ জানায়, মেট্রো পরিষেবা চালু হবার পর হাওড়া কলকাতা জলপথ পরিবহনে যে খামতি দেখা দিয়েছিল। তা শীঘ্রই পূরণ করতে যাত্রী স্বাচ্ছন্দ বজায় রেখে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে হুগলি জলপথ পরিবহনকে। এতে প্রায় এক প্রকার নিশ্চিত যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি