TRENDING:

মল্ল রাজাদের মা মৃন্ময়ীর পটচিত্র কোথায় তৈরি হয় জানেন? ৮৭ পুরুষ ধরে শিল্পকে জিইয়ে রেখেছে 'এই' পরিবার

Last Updated:

Pata Chitra: বিষ্ণুপুরের মল্ল রাজাদের রীতিনীতি মেনে পটের প্রতিমাতেই মা মৃন্ময়ীর পুজো হয়। তবে এই পটের প্রতিমা কোন শিল্পী বা কোথাকার শিল্পী বানায় জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বাঁকুড়ার এই শিল্পীর হাতের ছোঁয়ায় মা দুর্গার প্রতিমা ফুটে উঠছে পট শিল্পের মাধ্যমে। বিষ্ণুপুরের মল্ল রাজাদের রীতিনীতি মেনেই পটের প্রতিমাতেই মা মৃন্ময়ীর পুজো হয়। তবে এই পটের প্রতিমা কোন শিল্পী বা কোথাকার শিল্পী বানায় জানেন? এই বছর এই পটশিল্পীর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় ১৬ পিস পটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, তার মধ্যে দুটো পটের প্রতিমা পাড়ি দিয়েছে কলকাতা। মল্ল রাজাদের বড় ঠাকুরণ, মেজ ঠাকুরণ ও ছোট ঠাকুরণের পটের প্রতিমাগুলি তৈরি করেন এই শিল্পী।
advertisement

৮৭ পুরুষ ধরে এই পটচিত্র বানিয়ে আসছেন বিষ্ণুপুর পৌর শহরের ফৌজদার পরিবার। এখন বর্তমানে শীতল ফৌজদার নামে এই শিল্পী পটচিত্র বানাচ্ছেন। শিল্পী তাঁর কাকার কাছ থেকে পট চিত্রের কাজ শিখেছিলেন। তিনিও তার ভাইপোদের এই শিল্পের কাজ শেখাচ্ছেন। বিশেষ করে আগামী দিনে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য তৈরি করছেন তাদেরকে। যদিও এই শিল্পে এই প্রজন্মের ছেলেমেয়েরা আর আসতে চাইছে না। তাহলেও এই শিল্পকে তো টিকিয়ে রাখতে হবে। সেই জন্যই ভাইপোদের শেখাচ্ছেন এই পটচিত্র।

advertisement

আরও পড়ুনঃ আভিজাত্যের মাঝেও ঐতিহ্যের ছোঁয়া! লাল ঘোড়া, টেরাকোটার পুতুল দিয়ে শিল্পাঞ্চলের দুর্গাপুজো, না দেখলে চরম মিস

বিষ্ণুপুর পৌর শহরের এই পট শিল্পী ১৬টা প্রতিমার বরাত পেয়েছেন। প্রত্যেক বছরের মতো রীতিনীতি মেনে মল্ল রাজাদের বড় ঠাকুরণ, মেজ ঠাকুরণ ও ছোট ঠাকুরণের পটের প্রতিমা বানিয়েছেন। সুদূর কলকাতাতেও পাড়ি দিয়েছে, এই শিল্পীর হাতে তৈরি পটের প্রতিমা। এছাড়াও বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেও এই পটের তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কীভাবে তৈরি হয় পটের প্রতিমা? 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই পটচিত্রগুলি বানানোর জন্য শিল্পী সর্বপ্রথম বাজার থেকে নতুন সাদা, সুতির কাপড় কিনে আনেন। সেগুলি সাইজ করে কেটে নেন। এরপর, খড়িমাটি ও তেঁতুল বীজের আঠা-সহ বেশ কিছু ন্যাচারাল আঠা দিয়ে কিছু কাপড়কে একসঙ্গে চিটিয়ে পেপার প্রস্তুত করেন। এরপরই শীতল বাবুর নিপুণ সুক্ষ হাতের ছোঁয়ায় রঙ তুলি দিয়ে ফুটিয়ে তোলেন মা দুর্গার প্রতিমা। এই পটশিল্প বিষ্ণুপুরের এক ঐতিহ্য, যা এখনও টিকিয়ে রেখেছেন এই শিল্পী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মল্ল রাজাদের মা মৃন্ময়ীর পটচিত্র কোথায় তৈরি হয় জানেন? ৮৭ পুরুষ ধরে শিল্পকে জিইয়ে রেখেছে 'এই' পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল