আসানসোলের কুলটির শাকতোরিয়া এলাকার ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারে বাবার সঙ্গে কিছু বিষয় নিয়ে অশান্তি হয়েছিল ওই যুবকের। তারপর বাবার শাসন ও বকুনিতে বিরক্ত হয়ে ওই যুবক উঠে পড়েছিলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের খুঁটিতে। যদিও তৎক্ষণাৎ বিষয়টি কারও নজরে আসেনি। পরে এমন কান্ড দেখতে পেয়ে এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়।
advertisement
আরও পড়ুন- মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল
প্রথমে স্থানীয়রা ওই যুবককে বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসতে নানাভাবে অনুরোধ করেন। কিন্তু কোনও লাভ হয় না। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন শাকতোরিয়া থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু তারাও দীর্ঘ চেষ্টা করে তাকে নিচে নামাতে পারেননি। খবর যায় দমকলের কাছে। তারপর দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় যুবককে নিচে নামানো সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার ওপর বাবার বকুনি খেয়ে সে এমন কাণ্ড করেছে বলে ধারণা। যদিও প্রশাসনের তৎপরতায় তাকে সুস্থভাবে নিচে নামানো সম্ভব হয়েছে। তাকে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হবে বলে সূত্রের খবর। অন্যদিকে সুস্থ ভাবে ওই যুবককে নিচে নামানোয় স্বস্তিতে পরিবারসহ সকলে।
নয়ন ঘোষ