ভুট্টার জমিতে ভুট্টা লাগাতে গিয়েছিলেন রাইজুদ্দিন । ভুট্টার জমির পাশেই নসিপুর বিল । অন্বেষা ও নাফিসা দুইজনেই একসাথে বাবার জন্য দুপুরের খাবার জমিতে দিতে গিয়েছিল। বাবার কাছে যাওয়ার আগে থালাটাকে ধোওয়ার জন্য অন্বেষা নেমেছিল বিলের জলে ।
আরও পড়ুন - হ্যাপি বার্থডে লক্ষ্মণ, ভেরি ভেরি স্পেশালের ডাক নামের আসল কারণ
advertisement
সেইসময় হঠাৎ করে পা পিছলে তলিয়ে যায় অন্বেষা । বোনের চিৎকারে কিছুটা দূরে চলে যাওয়া নাফিসা ছুটে এসে জলের মধ্যে নেমে পড়ে কিন্তু বোনকে বাঁচাতে পারেনি । দুই বোনই তলিয়ে যায় বাবা রাইজুদ্দিন লক্ষ্য করতেই ছুটে এসে বিলের মধ্যে ঝাপিয়ে পড়ে । মেয়েদেরকে জল থেকে তুলতে পারেননি উল্টে নিজেও তলিয়ে যান ।
আরও পড়ুন - সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
পাশের জমিতে যাঁরা কাজ করছিলেন তারা ছুটে আসে বিলের কাছে । এরপর তাঁরা নেমে একে একে বাবা ও দুই মেয়ের মৃতদেহ জল থেকে তোলা হয়। সঙ্গে সঙ্গে কানাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। মুক্তার হোসেন বলেন, ‘‘আমি জমিতে জল দিচ্ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনতে পাই জলে ডুবে গেল জলে ডুবে গেল জলে ঝাঁপ দিই । দেহগুলো তুলি । কিন্তু তিন জনই তখন মারা গেছে ।’’
খান মহম্মদ সেখ বলেন, ‘‘মাঠে আমরা দশ বারো জনই কাজ করছিলাম নিজের নিজের জমিতে হঠাৎই চিৎকার শুনতে পাই । ছুটে যাই দুটো মেয়েকে থমে তুলি । তারপর আরো একজন বলে ওর বাবাও রয়েছে একটু খোজাখুজি করতেই রাইজুদ্দীন এর দেহ পাওয়া যায় কিন্তু বাঁচানো গেল না ।’’
Pranab Kumar Banerjee