পুলিশ সূত্রে খবর, গৌতম অধিকারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অভিযোগ, বাবার কাছ থেকে টাকা চাইতে আসেন তিনি। টাকা না পেলে রাগে গৌতম বালিশ চাপা দিয়ে খুন করেন নিজের বাবাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌতম মূলত শ্বশুরবাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার এই বাড়িতে আসতেন। এদিনও তেমনই এসেছিলেন। ঘটনার পর নিজেই বরাহনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন গৌতম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় ললিত অধিকারীর নিথর দেহ।
advertisement
পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনাস্থল সিল করে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃতের মেয়ে জানান, ভাই নেশা করত। বাবার কাছে প্রায়ই টাকা চাইত। তবে যে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে, তা কল্পনাও করতে পারিনি।
বরাহনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে বাবা খুব বিরক্ত করত, তাই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। খুনের পেছনে শুধুই অর্থলোভ, নাকি এর নেপথ্যে আরও কিছু রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। Input- Rudra Narayan Roy