TRENDING:

Accident: দিঘার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত নদীয়ার চার পর্যটক

Last Updated:

দিঘা যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হল নদীয়া জেলার চার পর্যটক। ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার দাইসাই বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘা যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনার কবলে একটি ছোট গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি যাতাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মারিশদা থানার দাইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দইসাই এর কাছে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িতে চারজন ছিল বলে প্রাথমিক সূত্রে অনুমান। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।
advertisement

আরও পড়ুনঃ UTS অ‍্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে

শিবশক্তি নামে বাসটি দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে দিঘার দিকে আসা প্রাইভেট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দিঘার দিকে আসা দুর্ঘটনার কবলে পড়া বেলেনো গাড়িতে পর্যটকদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে খবর পর্যটকদের গাড়িটি নদিয়া থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। মারিশদা থানা পুলিশ সূত্রে জানা যায় ওই চার পর্যটকের পরিচয় জানা না গেলেও তাঁদের বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানা এলাকায় বলে জানা গেছে।

advertisement

পুলিশের অনুমান বাস ও ছোট গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে বাসের সামনে ঢুকে যায়। সেই সঙ্গে ছোট গাড়িতে থাকা ৪ জন পর্যটকই ঘটনাস্থলেই প্রাণ হারায়। এমনকী বাসটির একাধিক যাত্রীও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনেরা বাসের সামনে থেকে ছোট গাড়িটি বের করার চেষ্টা করে।

advertisement

View More

কিন্তু দুমড়ে মুচড়ে ছোট গাড়িটি বাসের সামনে ঢুকে যাওয়ার ফলেউদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়ির ভেতরে থাকা চারজনের দেহ উদ্ধার করে। পরেক্রেন দিয়ে গাড়িটিকে ঘটনাস্থ থেকে সরানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দিঘার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত নদীয়ার চার পর্যটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল