আরও পড়ুনঃ UTS অ্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে
শিবশক্তি নামে বাসটি দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে দিঘার দিকে আসা প্রাইভেট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দিঘার দিকে আসা দুর্ঘটনার কবলে পড়া বেলেনো গাড়িতে পর্যটকদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে খবর পর্যটকদের গাড়িটি নদিয়া থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। মারিশদা থানা পুলিশ সূত্রে জানা যায় ওই চার পর্যটকের পরিচয় জানা না গেলেও তাঁদের বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানা এলাকায় বলে জানা গেছে।
advertisement
পুলিশের অনুমান বাস ও ছোট গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে বাসের সামনে ঢুকে যায়। সেই সঙ্গে ছোট গাড়িতে থাকা ৪ জন পর্যটকই ঘটনাস্থলেই প্রাণ হারায়। এমনকী বাসটির একাধিক যাত্রীও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনেরা বাসের সামনে থেকে ছোট গাড়িটি বের করার চেষ্টা করে।
কিন্তু দুমড়ে মুচড়ে ছোট গাড়িটি বাসের সামনে ঢুকে যাওয়ার ফলেউদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়ির ভেতরে থাকা চারজনের দেহ উদ্ধার করে। পরেক্রেন দিয়ে গাড়িটিকে ঘটনাস্থ থেকে সরানো হয়।
সৈকত শী