আরও পড়ুন: শোভযাত্রার জন্য প্রস্তুত আলোর শহর চন্দননগর, নাওয়া খাওয়া ভুলে চরম ব্যস্ত শিল্পীরা
সম্প্রতি কাশীনগরে খালের পাড়ের কৃষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে কৃষকদের বোঝানো হয় ঠিক কীভাবে উপকৃত হতে পারেন তাঁরা। সঠিকভাবে যদি তাঁরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তাহলে পাবেন লক্ষ লক্ষ টাকা। এরজন্য প্রথমে খালের পাড় থেকে ৩০০ ফুট পর্যন্ত যাদের জায়গা আছে তাঁদের নিয়ে একটি সমিতি গঠন করা হবে। তাঁরাই সমস্ত উন্নয়নের কাজ দেখভাল করবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এতদিন পর্যন্ত খাল পাড়ের যায়গা পতিত জায়গা হিসাবে পড়ে থাকত। এবার থেকে সেখানে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে কাজ হবে। করা হবে মাছ চাষ, বসানো হবে সোলার প্যানেল। খাল কাটানোর পর সেই মাটিতেই করা হবে বাগান। ফলে খাল পাড়ের কৃষকদের দু:খের দিনের অবসান হবে। এছাড়াও খালে যে জল জমবে সেই জল ব্যবহার করা হবে সেচের কাজে। গরমের সময় সেই জল কাজে লাগবে। খালের পাড় উঁচু হলে বন্যার সম্ভবনাও কমবে। ফলে আগামীদিনে খাল পাড়ের কৃষকরাই সব থেকে বেশি উপকৃত হবেন।
নবাব মল্লিক