আরও পড়ুন: দিন্দা’র জেলার ছেলে এবার বাংলার হয়ে বাইশ গজে দাপট দেখাবে
উত্তর ২৪ পরগনার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রামের কৃষকরা যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ করছেন। ফলে গতানুগতিক চাষ থেকে নজর সরিয়ে কৃষি দফতরের প্রশিক্ষণ পেয়ে আধুনিক পদ্ধতির প্রয়োগে সদিচ্ছা দেখাতে শুরু করেছেন এই গ্রামের কৃষকরা। বর্তমানে ধান জমিতে কাজের জন্য ক্ষেতমজুরের পারিশ্রমিক অনেকটা বেড়ে গিয়েছে। তাছাড়া তাতে সময় লাগে অনেক বেশি। কিন্তু যন্ত্র অনেক কম খরচে এবং অনেক কম সময়ে সেই কাজ করে দিচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই পরিস্থিতিতে কৃষকদের মনে আত্মবিশ্বাস এনে দিয়েছে হাবড়া-১ ব্লকের কৃষি দফতরের আত্মা প্রকল্পের উদ্দ্যোগে তৈরি হওয়া কৃষি বিদ্যালয়। যেখানে কৃষকদের নিয়ে বিজ্ঞান সম্মত উপায়ে চাষের পদ্ধতিগুলো শেখানো হচ্ছে হাতে-কলমে। যন্ত্রের সাহায্যে ধান চাষে সাফল্য পেয়ে খুশি মালিক গ্রামের কৃষকরা। গতানুগতিক ধান চাষে ধানের চারা রোপন করতে বিঘা প্রতি খরচ পড়ে ১১০০ থেকে ১২০০ টাকা। সেখানে যন্ত্রের ব্যবহারে খরচ পড়ছে সর্বসাকুল্যে ৬০০ থেকে ৬৫০ টাকা। উপরন্তু এই পদ্ধতিতে চাষ করলে গাছে বৃদ্ধির হার দ্রুত হয়। ফলনের পরিমাণও হয় বেশি। আধুনিক পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়েই কৃষিক্ষেত্রে সুফল পাচ্ছেন কৃষকরা।
রুদ্রনারায়ণ রায়