আরও পড়ুন: চেষ্টাই সার, এই শীতে নাড়া পোড়ানো আরও বাড়ল
জঙ্গলে খাবারের অভাবে সুন্দরবনের ধান জমিতে তাণ্ডব শুরু করেছে বাঁদরের দল। কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে জঙ্গল থেকে ধেয়ে আসা বাঁদররা। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সামশেরনগর ও ৪ নম্বর সামশেরনগরের ঘটনা। ঐ গ্রামের পাশেই সুন্দরবনের কুঁকড়েখালি নদী পেরিয়ে কুুঁকড়েখালির জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বাঁদররা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই ঘটনার রীতিমত উদ্বেগ ছড়িয়েছে সুন্দরবনের কৃষকদের মধ্যে। বাঁদরের দল সব ধান নষ্ট করে দিলে সারা বছর ছেলেপুলে নিয়ে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কার কথা শোনালেন তাঁরা। তাই নিরুপায় হয়ে ধানের জমির চারপাশ নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও রক্ষা করা যাচ্ছে না ফসল। সুন্দরবন বিশেষজ্ঞ অনিমেষ মণ্ডলের মতে, জঙ্গলে বাঁদরদের খাবারের অভাব দূর করার না গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না। বিষয়টি বন দফতরের নজরে এনেছেন স্থানীয় কৃষকরা।
জুলফিকার মোল্লা