TRENDING:

#EgiyeBangla : সিঙ্গুরে ধানের বীজ বিলি, নিখরচায় সরকারি সাহায্যে খুশি কৃষকরা

Last Updated:

সিঙ্গুরে জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিঙ্গুরের প্রকল্প এলাকায় বিনা পয়সায় কৃষকদের ধান চাষের জন্য সরকারি ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিঙ্গুর: সিঙ্গুরে জমি ফিরিয়ে দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিঙ্গুরের প্রকল্প এলাকায় বিনা পয়সায় কৃষকদের ধান চাষের জন্য সরকারি ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হল। চাষের সময় অনুযায়ী বীজ বিলি করেছে রাজ্য। উদ্যোগে খুশি প্রায় পাঁচশজন কৃষক।
advertisement

সিঙুরের জমিতে আজও কোথাও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের হুংকার। ক্ষমতায় এলে কৃষকদের জমি ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন কৃষকরা।

সিঙ্গুরের কৃষকদের ভোলেননি মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের প্রকল্প এলাকায় কৃষকদের নিখরচায় ধানের বীজ ও বীজ শোধন করার ওষুধ দেওয়া হয়েছে। চাষের সময় অনুযায়ী বীজ মেলায় কৃষকদের মুখে তৃপ্তির হাসি।

advertisement

সিঙ্গুরের কৃষকদের পাশে রয়েছে রাজ্য-

- গোপালনগর, বেড়াবেড়ি, বাজেমেলিয়া মৌজার কৃষকদের ধানের বীজ বিলি

- ধানের বীজ বিলি সিংহেরভেড়ি ও খােসরভেড়ি মৌজার কৃষকদেরও

- বিজিআরআই প্রকল্পে ১০০ কুইন্টাল ধানের বীজ বিলি

- কমপক্ষে ৫০০ কৃষক উপকৃত

কৃষকদের পাশে দাঁড়াতে সবরকম সাহায্যেই প্রস্তুত প্রশাসন। ১০০ দিনের কাজের প্রকল্পে সিঙ্গুরে চাষ উপযোগী জমি তৈরির কাজ চলছে। প্রকল্প এলাকায় জমি মালিকদের জমির সীমানা নির্ধারণের কাজ শুরু হবে শীঘ্রই। এখন শুধু লাঙল নিয়ে মাঠে নেমে পড়ার অপেক্ষা...

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla : সিঙ্গুরে ধানের বীজ বিলি, নিখরচায় সরকারি সাহায্যে খুশি কৃষকরা