আরও পড়ুন: দীর্ঘদিনের দাবি পূরণ, মুক্তমঞ্চ পাচ্ছে স্কুল
প্রতিবছর এই সময়ে ষাঁড়ের উপদ্রব বাড়লেও এ বছর সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রতন মাহাতো, মদন মাহাত, সুকান্ত মাহাত, শচীন মাহাত, তেঁতুল মাহাত, যাদব মাহাত-দের মতো শতাধিক কৃষক ষাঁড়ের অত্যাচারে কী করবেন বুঝে পাচ্ছেন না। তাঁরা জানান, কারোর আখ, কারোর কলা বাগান কিংবা রবিশস্য অথবা শীতকালীন আনাজ রাতের অন্ধকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ষাঁড়ের কারণে। বেগুন, ধান এই ধরনের ফসল একদিকে যেমন খেয়ে নষ্ট করছে অন্যদিকে জমির মধ্যে পাড়িয়ে মটর শুঁটি, গাজর, সর্ষে, ধনেপাতা এ ধরনের ছোট ছোট চারা গাছ বিঘার পর বিঘা পা দিয়ে চটকে নষ্ট করছে।
advertisement
সম্প্রতি বৃষ্টির জন্য এমনিতেই ফসলের ক্ষতি হয়েছে। এই অবস্থায় ষাঁড়ের তাণ্ডবে কী করবেন, কীভাবে সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় জানালেও এখনও পর্যন্ত কোনও প্রতিকার হয়নি। তাই বাধ্য হয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ষাঁড়ের আঘাতে গুরুতর জখম হয়েছেন এলাকার বেশ কয়েকজন কৃষক। যার মধ্যে কমল মাহাত এখনও শয্যাশায়ী। তাপস ঘোষ, কুচে ঘোষ, কাশি সাহারা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিনের জন্য। বিষয়টি বন দফতরে জানালেও কাজ হয়নি বলে কৃষকদের একাংশের অভিযোগ। শান্তিপুর পুরসভার পক্ষ থেকে কৃষকদের এই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিষয়টি যে পুরসভার আওতাধীন নয় সেটাও জানিয়েছেন তাঁরা।
মৈনাক দেবনাথ