পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা এবং দক্ষিণ দামোদর অঞ্চলে ধানের ফলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে সুগন্ধি ধান অন্যতম যার ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়ে জেলার মুকুটের নতুন পালক যোগ করেছে। তাই এই সুনাম আরও বৃদ্ধি করতে, ধানের গুণগত মান উন্নত করতে ও কৃষকদের দক্ষ করে তোলার লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে কৃষকদের আধুনিক প্রযুক্তি, সঠিক সময় সার ও কীটনাশক ব্যবহারের পদ্ধতি ও সুগন্ধি ধানের বিশেষ যত্ন সম্পর্কের বিস্তারিত পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন: অন্য রাজ্য থেকে এসে বাংলায় ঘটিয়েছিল ‘কাণ্ড’! ডায়মন্ড হারবারে মারাত্মক ঘটনা, শেষরক্ষা হল না
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সহ কৃষি অধিকর্তা অসীম ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপার্থিব ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা সহ অন্যান্য।
আরও পড়ুন: নিজের গয়না বেচে দরিদ্রদের মুখে ভাত তুলে দিচ্ছেন, কুর্ণিশ কাটোয়ার কাজুলীকে
এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে স্থানীয় কৃষকরা কেবল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবগত হচ্ছেন না বরং জেলার কৃষি অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্লক প্রশাসন।সুগন্ধি ধানের সুবাস এখন কেবল খেতেই নয়, কৃষকদের জীবনযাত্রাতেও এক নতুন সমৃদ্ধি নিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা।