আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে অসম থেকে পায়ে হেঁটে অযোধ্যা যাত্রা
শুক্রবার আলু বীজ হঠাৎ করেই চরম দামে বিক্রি করতে শুরু করেন কামারপাড়ার ব্যবসায়ীরা। যা দেখে রীতিমতো হতভম্ব পড়েন এলাকার কৃষকেরা। শেষে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। গত দু’দিনের নিম্নচাপে জেরে রাতারাতি আলু বীজের দাম বাড়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। যদিও তাঁদের দাবি এতটা দাম বৃদ্ধি অস্বাভাবিক
advertisement
উল্লেখ্য, কীটনাশক এবং মজুরি যে হারে বাড়ছে তাতে আলু চাষে লাভ হবে কিনা তা নিয়ে আশঙ্কায় চাষিরা। তাঁদের অভিযোগ, বেশিরভাগ জায়গাতেই চড়া দামে আলু বীজ বিক্রি হচ্ছে। গত বছরের শুরুতেই বস্তা পিছু (৫০ কেজি) আলু বীজের দাম ছিল ৭০০ টাকা থেকে ৯০০ টাকা। পরে বেড়ে হয়েছিল ১৬০০ টাকা। এবার প্রথমেই বস্তা পিছু (৫০ কিলো) আলুবীজের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৬০০ টাকায়। কিন্তু এই দুদিন নিম্নচাপের ফলে বস্তা পিছু ৪০০০ টাকা দাম চাইছে। এই দাম বৃদ্ধির ফলে এবার বিঘা প্রতি আলু চাষের খরচ পড়ছে ৩০,০০০ হাজার টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৃষকরা জানিয়েছেন, চাষের জন্য বিঘা প্রতি তিন বস্তা আলু বীজ প্রয়োজন। তাহলে বীজ কিনতেই যা খরচ পড়ছে তাতে লাভ কতটা হবে তা নিয়ে প্রশ্ন। এই পরিস্থিতিতে আলু বীজের দাম নিয়ন্ত্রণের সরকারের হস্তক্ষেপ চাইছেন চাষিরা।
শুভজিৎ ঘোষ