এই প্রশিক্ষণ শিবিরে আরও একটি আকর্ষণীয় জিনিস কৃষকদের শেখানো হয়েছে। তা হল মাটি পরীক্ষা করে ফসল উৎপাদনের পদ্ধতি। এই নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। জয়নগর-২ ব্লকের কৃষি দফতরের ব্যবস্থাপনায় নলগোঁড়া অঞ্চলের সোনাটিকারি গ্রামে অনুষ্ঠিত হল একদিনের এই আত্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শিবির ও কর্মশালা।
আরও পড়ুন: অল্পতেই খুশি ওরা! অভিজিৎ-সোমনাথদের সঙ্গে অন্যরকম জন্মদিন কলেজ পড়ুয়া সৃজিতার
advertisement
গ্রাম বাংলার মানুষ আজও কৃষির উপর নির্ভরশীল। সেই তাঁদের আয়ের সুযোগ বৃদ্ধির পাশাপাশি কীভাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে ফসল উৎপাদন করবেন সেটা শেখানোই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। জয়নগর-২ ব্লকের কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় ও মথুরাপুর-১ ব্লকের সহ কৃষি অধিকর্তার পরিচালনায় নলগোঁড়া অঞ্চলের সোনাটিকারি গ্রামে ২৫ জন আত্মা প্রকল্পের চাষিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি আয়োজিত হয়। আগামী দিনে আরও এমন কর্মশালা আয়োজিত হবে বলে জানা গিয়েছে।
সুমন সাহা