Birthday Celebration: অল্পতেই খুশি ওরা! অভিজিৎ-সোমনাথদের সঙ্গে অন্যরকম জন্মদিন কলেজ পড়ুয়া সৃজিতার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Birthday Celebration: আর পাঁচটা সাধারণ ছেলে-মেয়ের মত জীবন যাপন নয়। কিন্তু ওদের চাওয়া পাওয়া হয়ত এক। তবে অল্পতেই যে অনেক আনন্দ খুঁজে পান অভিজিৎ-সোমনাথরা
হাওড়া: অন্য একটা দিন, অল্প আয়োজনই ওদের কাছে অনেকটা খুশির। আর সেই খুশিতেই আনন্দে আত্মহারা অভিজিৎ সোমনাথ’রা। ওদের কেউ পৃথিবীর আলো পর্যন্ত দেখিন, কেউ আবার কখনও শোনেনি পাখিদের কলরব। তবে ওরা থেমে নেই। আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে থেকে লেখা পড়া মধ্য দিয়ে এগিয়ে চলেছে ওরা।
আর পাঁচটা সাধারণ ছেলে-মেয়ের মত জীবন যাপন নয়। কিন্তু ওদের চাওয়া পাওয়া হয়ত এক। তবে অল্পতেই যে অনেক আনন্দ। তাই ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনেকই ছুটে আসে ওদের কাছে। এদিন সৃজিতার জন্মদিন উপলক্ষে আনন্দের জোয়ারে ভাসল অভিজিৎ, সুমন্ত’রা সবাই।
advertisement
advertisement
কলেজ পড়ুয়া সৃজিতার জন্মদিন পালন হল অভিজিৎ-দের সঙ্গে নিয়ে। এদিন সৃজিতা এবং তার পরিবার পৌঁছে গিয়েছিল আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে। জন্মদিন উপলক্ষে ওদের জন্য কিছু শিক্ষা সামগ্রী নিয়ে গিয়েছিল। এমন দিন ওদের কাছে দারুন আনন্দের। এই প্রসঙ্গে সৃজিতার মা, পেশায় শিক্ষিকা নমিতা ঘোষ জানান, দীর্ঘদিনের ইচ্ছে ছিল ওদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে সময় কাটানোর। সেই ইচ্ছে পূরণ হল মেয়ের জন্মদিনে। এখানে এসে ওদের সঙ্গে সময় কাটানোটা দারুন অভিজ্ঞতার।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 8:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birthday Celebration: অল্পতেই খুশি ওরা! অভিজিৎ-সোমনাথদের সঙ্গে অন্যরকম জন্মদিন কলেজ পড়ুয়া সৃজিতার