TRENDING:

South 24 Parganas News: ফের শুরু বেনিয়ম ! পান বিক্রিতে আবারও নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের 

Last Updated:

পান বিক্রির ক্ষেত্রে আবারও নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। গতবছরের ডিসেম্বর থেকে এক গুছিতে সর্বোচ্চ ৭০টি করে পান বিক্রি করার নিয়ম জারি হয়েছিল সরকারি নির্দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: পান বিক্রির ক্ষেত্রে আবারও নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। গত বছর ডিসেম্বর থেকে এক গোছাতে সর্বোচ্চ ৭০টি করে পান বিক্রি করার নিয়ম জারি হয়েছিল সরকারি নির্দেশে।
পান পাতা
পান পাতা
advertisement

তারপর বেশ কয়েকমাস কেটে যেতেই ফের বেনিয়ম শুরু হয়েছে পান বাজারগুলিতে। অভিযোগ, কোথাও কৃষকদের গুছিতে ১০০-১৫০টি করে পান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে, কোথাও সেটা ২৫০-৩০০টি।

ফলে লাভের চেয়ে বেশি লোকসান হচ্ছে তাঁদের। প্রশাসনের নজরদারির অভাবে এই পরিস্থিতি বলে অভিযোগ পানচাষিদের। আড়তদারদের একাংশও নানাভাবে এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম

View More

এবিষয়ে পানচাষি সংগঠনগুলি সরকারের কাছে এই নিয়ে বারে বার আবেদন করেছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। উল্লেখ্যযোগ্য বিষয় হল, এই সরকারি নিয়ম কার্যকর হওয়ার আগে একটি গুছিতে দুশোর বেশি করে পান বিক্রি করতেন কৃষকরা।

advertisement

আরও পড়ুন: জঙ্গলমহলের এই পুজোয় সামিল প্রতিবেশী রাজ্যের ভক্তরাও

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এ নিয়ে কৃষদের দাবি গুছিতে ৭০টি করে পান বিক্রি করে লাভের টাকা ঘরে তুলতে শুরু করেছিলাম। কিন্তু এখন তার দ্বিগুণ পান বিক্রি করে লোকসান ভোগ করতে হচ্ছে। এই লোকসান যাতে না হয় সেজন্য নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন কৃষকরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের শুরু বেনিয়ম ! পান বিক্রিতে আবারও নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল