তারপর বেশ কয়েকমাস কেটে যেতেই ফের বেনিয়ম শুরু হয়েছে পান বাজারগুলিতে। অভিযোগ, কোথাও কৃষকদের গুছিতে ১০০-১৫০টি করে পান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে, কোথাও সেটা ২৫০-৩০০টি।
ফলে লাভের চেয়ে বেশি লোকসান হচ্ছে তাঁদের। প্রশাসনের নজরদারির অভাবে এই পরিস্থিতি বলে অভিযোগ পানচাষিদের। আড়তদারদের একাংশও নানাভাবে এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম
এবিষয়ে পানচাষি সংগঠনগুলি সরকারের কাছে এই নিয়ে বারে বার আবেদন করেছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। উল্লেখ্যযোগ্য বিষয় হল, এই সরকারি নিয়ম কার্যকর হওয়ার আগে একটি গুছিতে দুশোর বেশি করে পান বিক্রি করতেন কৃষকরা।
আরও পড়ুন: জঙ্গলমহলের এই পুজোয় সামিল প্রতিবেশী রাজ্যের ভক্তরাও
এ নিয়ে কৃষদের দাবি গুছিতে ৭০টি করে পান বিক্রি করে লাভের টাকা ঘরে তুলতে শুরু করেছিলাম। কিন্তু এখন তার দ্বিগুণ পান বিক্রি করে লোকসান ভোগ করতে হচ্ছে। এই লোকসান যাতে না হয় সেজন্য নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন কৃষকরা।