TRENDING:

Agriculture: একরাতের ঝড়-শিলাবৃষ্টি পথে বসিয়ে ছাড়ল কৃষকদের! কী হল মুর্শিদাবাদে?

Last Updated:

পাট মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী ফসল। কালবৈশাখীর দাপটে পাট চাষ আজ সংকটে।  মাঠে দাঁড়িয়ে কেঁদে ফেললেন এক পাট চাষী, গলা প্রায় বুজে আসছিল তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: পাট মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী ফসল। কালবৈশাখীর দাপটে পাট চাষ আজ সংকটে।  মাঠে দাঁড়িয়ে কেঁদে ফেললেন এক পাট চাষী, গলা প্রায় বুজে আসছিল তাঁর। স্বপ্ন ছিল স্বাবলম্বী হওয়ার, স্বপ্ন ছিল পরিশ্রমের ফসল ঘরে তোলার। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর পরিহাস সব কেড়ে নিল। হঠাৎ করে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়লেন মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটচাষীরা।
advertisement

নওদা ব্লকের সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধসর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। শিলাবৃষ্টির দাপটে প্রায় ৩০০ একর জমির পাট গাছের মুড়ো ভেঙে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত জমিতে গিয়ে দেখা যায়, অন্তত ৭৫ শতাংশ পাট গাছের ডগা ভেঙে গেছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের ত্রাতা ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ সাগরে

চাষীদের আশঙ্কা, এতে পাটের গুণগত মান এবং উৎপাদন উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা দেখে মাঠে দাঁড়িয়েই কেঁদে ফেলেন এক চাষী, তিনি বলেন,  “বৃষ্টির আশায় ছিলাম ঠিকই, কিন্তু এমন শিলাবৃষ্টি কে চেয়েছিল?”

advertisement

View More

আরও পড়ুন: এবারে গঙ্গাসাগর যাওয়া হবে আরও সহজ… কীভাবে?

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ। সঙ্গে ছিলেন নওদা ব্লকের ADA এবং স্থানীয় পঞ্চায়েত ও অঞ্চল নেতৃত্বরা। তারা চাষীদের পাশে থাকার আশ্বাস দেন ও দ্রুত ক্ষতিপূরণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

advertisement

আকাশের দিকে চেয়ে এখনও প্রার্থনা করছেন চাষীরা, ‘আবার যদি ঘুরে দাঁড়ানো যেত!’ কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে, এই ক্ষতি তারা কতটা কাটিয়ে উঠতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নওদা ব্লকে বেশি পাট চাষ হয় মুর্শিদাবাদ জেলার মধ্যে। শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করা হয়েছে। পর্যালোচনাও করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture: একরাতের ঝড়-শিলাবৃষ্টি পথে বসিয়ে ছাড়ল কৃষকদের! কী হল মুর্শিদাবাদে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল