স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাশেম শেখ সম্প্রতি ধান বিক্রি করেছিলেন। সেই ধান বিক্রির টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা কেটে যাওয়ায় বিষয়টি জানার জন্য তিনি ব্যাঙ্কে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে সাইকেল নিয়ে ব্যাঙ্কের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। নিয়মিত যাতায়াতের পথেই অপেক্ষা করছিল মর্মান্তিক পরিণতি।
advertisement
সমুদ্রগড় নিমতলা এলাকায় নবদ্বীপ–বর্ধমান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস হাশেম শেখকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ Howrah News: একটু অসতর্ক হতেই সব শেষ! হাওড়ার চামরাইলে যা ঘটল জেনে আঁতকে উঠবেন
ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। মৃতের ভাইপো লালবাবু শেখ জানান, আচমকা এই ঘটনায় পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মতে, ব্যস্ত রাস্তায় যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা জরুরি।






