আগামী দিনে দূষণের পরিমাণ শূন্য শতাংশে নামিয়ে আনতে এনটিপিসি ফরাক্কায় প্রায় ১৩০০ কোটি টাকা ব্যয় করে তিনটে অত্যাধুনিক চিমনি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হল মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে অবস্থিত। এটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি ১৯৮৬ সালে চালু হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,১০০ মেগাওয়াট। এনটিপিসি দ্বারা এটি বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হয়। এখানে মোট ৬ টি ইউনিট রয়েছে।
advertisement
আরও পড়ুন: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে তিনটে চিমনি শুরু হয়েছিল এবং ২০২৬ সালে জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে এনটিপিসি’র দাবি। বর্তমানে স্টেজে ১, ২ ও ৩ তিনটে চিমনির মাধ্যমে যে ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সেই সমস্ত দূষণ এই নতুন চিমনির মাধ্যম দিয়ে ফিল্টার করে ছাড়া হবে। এর ফলে আগামী দিনে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ দূষণমুক্ত হয়ে উঠবে বলে দাবি।
এনটিপিসির সিজিএম রমাকান্ত পান্ডা সাংবাদিক বৈঠকে জানান, ২০২৬ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এর ফলে আশেপাশের এলাকার বায়ুর মান অনেকটাই উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
কৌশিক অধিকারী