Free Government Jobs Coaching: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!

Last Updated:

Free Government Jobs Coaching: এই সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, পিএসসি, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

+
উদ্বোধনী

উদ্বোধনী অনুষ্ঠানের ছবি

হুগলি: চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারের নাম ‘স্টেয়ার টু সাকসেস’। মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান সুরেশ মিশ্র প্রমুখ।
এই সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, পিএসসি, পুলিশ, ব্যাঙ্ক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী। পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের তরফে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।
advertisement
advertisement
পড়ুয়াদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, লক্ষ্য বড় করতে হবে। আইএস, আইপিএস, ডব্লুবিসিএস-এর স্বপ্ন দেখতে হবে। অধ্যয়ন করলে সেটা পূরণ হবে। গরিব বলে পড়াশোনা হবে না, উচ্চশিক্ষা হবে না এসব ধারণা ভুল। সরকারি চাকরির ট্রেনিং কেন? একমাত্র সরকারি চাকরির মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ থাকে। তাছাড়া সরকারি চাকরি মানুষকে একটা উচ্চতায় পৌঁছে দেয়। বেতনও যথেষ্টই ভাল। পড়াশোনা করে ভালমানুষ হতে হবে। সব ধরনের বই দেওয়া হয়েছে। পড়াশোনা করতে হবে। এই কোচিং সেন্টারে পড়াবেন আইপিএস, ডব্লুবিসিএস, ইউপিএসসি পাশ করা পুলিশকর্মীরা। গরমে ক্লাস করতে অসুবিধে হবে তাই একটি এসি দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Government Jobs Coaching: বিনামূল্যে চাকরির পরীক্ষার কোচিং, সঙ্গে লাইব্রেরি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement