TRENDING:

Varanasi Malaiyo: বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! নবাবের জেলায় মিলছে বিখ্যাত মালাইও, ভোজনরসিক বাঙালির দিলখুশ

Last Updated:

Varanasi Malaiyo: এক ক্রেতা বলেন, বহরমপুর শহরে বসেই বেনারসের স্বাদ পাব এটা ভাবিনি। সত্যি বলতে কী মালাইওর স্বাদের কোনও তুলনা হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারীঃ বেনারসে গিয়ে আর কিছু খান না খান, মালাইও চেখে দেখেন অনেকেই। সেই স্পেশ্যাল খাবার এখন নবাবের জেলাতেই মিলছে। বহরমপুর ওয়াই এম এ মাঠে বিক্রি হচ্ছে এই মালাইও। ৫০ টাকা ও ৮০ টাকা প্লেট হিসেবে পাওয়া যাচ্ছে। ভোজনরসিক বাঙালি এখন বেনারসের এই বিখ্যাত খাবার চেটেপুটে খেতে ব্যস্ত।
advertisement

বিক্রেতারা জানিয়েছেন, এটি বেনারসের বিখ্যাত খাবার। মূলত দুধকে ক্রমাগত জাল দিয়ে ঘন করে প্রায় ফেনার আকার দেওয়া হয়। তাতে মেশানো থাকে খানিকটা কেশর। হলদেটে রঙের সেই মালাইও মাটির ভাঁড়ে তুলে দেওয়া হয় ক্রেতার হাতে। প্রতি চামচে যেন রয়েছে তৃপ্তি। ভাঁড় শূন্য হওয়ার পর সেই ভাঁড়েই দেওয়া হয় একই স্বাদের কেশর দুধ।

advertisement

আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে যাবে কৃষ্ণনগরের চেহারা! শহরকে আরও পরিষ্কার-সুন্দর-স্বাস্থ্যকর করে তুলতে বিশেষ উদ্যোগ পৌরসভার, হয়ে গেল সূচনা

বর্তমানে বহরমপুর শহরের বিক্রেতারা এই খাবার তৈরি করছেন। বেনারসের কারিগর এনেই এই খাবার তৈরি করা হচ্ছে। মূলত যারা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে এই রেসিপি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন এবং আধুনিক এবং চিনি-মুক্ত মিষ্টির বিপরীতে এই একচেটিয়া মিষ্টি খাবারটি সংরক্ষণের ব্যবসায় নিয়োজিত।

advertisement

কারিগর রাজু যাদব জানিয়েছেন, বেনারসের মালাইও-কে ‘মাকখান’ও বলা হয়। কেউ কেউ আবার একে ‘নিমিশ’ নামেও ডাকে। দুধ ঘন করে ক্ষীর বানিয়ে সেটি দিয়ে বিশেষ প্রক্রিয়ায় মালাইও তৈরি করা হয়। তাতে দেওয়া হয় পেস্তা, কেশর, আমন্ড, এলাচ। একটু দূর থেকে আইসক্রিম বলে ভুল হতে পারে। কিন্তু স্বাদ নেওয়ার পর ভুল ভাঙে। আইসক্রিমের থেকেও এর স্বাদ ভাল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! নবাবের জেলায় মিলছে বিখ্যাত মালাইও
আরও দেখুন

নার্গিস খাতুন নামে এক ক্রেতা বলেন, বহরমপুর শহরে বসেই বেনারসের স্বাদ পাব এটা ভাবিনি। মাটির ভাঁড়ে করে মালাইও পরিবেশন করা হচ্ছে। সত্যি বলতে কী এই স্বাদের কোনও তুলনা হয় না।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Varanasi Malaiyo: বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! নবাবের জেলায় মিলছে বিখ্যাত মালাইও, ভোজনরসিক বাঙালির দিলখুশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল