জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সনজিৎ হালদার (৪০)। মৃত স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং পুত্র রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা। বুধবার সকালে সনজিতের মা বাথরুম যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান, তার ছেলে ঘরের ভেতর ঝুলছে।
আরও পড়ুন : রাস্তাঘাটে চলাফেরা করা ভুলতে বসেছেন মানুষ, প্রায় সারাবছর কেটে গেল ডিঙিতে! পুজো মিটতেই ফের জলার তলায় ঘাটাল
advertisement
প্রতিবেশীদের খবর দিলে তারা দরজা খুলে দেখেন, ঘরের ভেতর নিথর অবস্থায় পড়ে আছে স্ত্রী ও ছেলের গলা কা*টা দেহ। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : নামিদামি হোটেল ফেল! রাস্তার দোকানে সস্তায় পুষ্টিকর ‘এই’ রুটি কাঁপাচ্ছে বাজার! মাত্র ২০ টাকাতেই ভর্তি পেট
প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের কারণেই সনজিৎ এই ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি উঠেছে। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ।