TRENDING:

South 24 Parganas News: মাঠে ধান ফেলার সময়েই ধেয়ে এল কালো মেঘ! কিছু বুঝে ওঠার আগেই বজ্রাঘাতে সব শেষ!

Last Updated:

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধান ফেলতে গিয়ে ব্রজাঘাতে মৃত ১

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধান ফেলতে গিয়ে রায়দিঘিতে ব্রজাঘাতে মৃত এক। এই ঘটনায় অর্জুন গায়েন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর শোকের ছায়া নেমেছে রায়দিঘির দু’নম্বর চৌদ্দরশি এলাকায়।
ঘটনায় শোকস্তব্ধ পরিবার
ঘটনায় শোকস্তব্ধ পরিবার
advertisement

সূত্রের খবর, অর্জুন বাড়ির কাছের জমিতে বোরো ধানের চাষ করবে ভেবেছিলেন। সেই ধান ফেলার সময় হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টি শুরু হলেও ধান ফেলার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এই কাজ করার সময় আচমকা বজ্রপাত হয়। বজ্রপাতের পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অর্জুন গায়েন।

আরও পড়ুন: নামেই পুলিশকর্মী! বাকিটা ইতিহাস! সমরেন্দু বাবুর কাজকর্ম শুনলে আপনি শুধু অবাক নয়, স্যালুটও জানাবেন

advertisement

ঘটনার পর অন্য জমি থেকে কাছে থাকা ব্যক্তিরা ছুটে আসে। এরপর অর্জুনকে নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। এরপর চিকিৎসকরা সেখানেই অর্জুনকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় হতবাক সকলেই। এই ঘটনার পর শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার পর আর্থিক সাহায্য করা যায় কিনা তার খতিয়ে দেখছে প্রশাসন। এই মুহূর্তে সকলেই এই ঘটনায় হতবাক।

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাঠে ধান ফেলার সময়েই ধেয়ে এল কালো মেঘ! কিছু বুঝে ওঠার আগেই বজ্রাঘাতে সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল