South 24 Parganas News: নামেই পুলিশকর্মী! বাকিটা ইতিহাস! সমরেন্দু বাবুর কাজকর্ম শুনলে আপনি শুধু অবাক নয়, স্যালুটও জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
পেশায় তিনি একজন পুলিশ কিন্তু কাজ যা করেন, শুনলে অবাক হবেন
দক্ষিণ ২৪ পরগনা: সরকারি চাকরির বাইরে বেরিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের জন্য কাজ করেন। জয়নগর থানায় এলাকার বাসিন্দা সমরেন্দু চক্রবর্তী। বর্তমানে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর। পেশায় তিনি একজন পুলিশ, কিন্তু সমাজের জন্য তার রয়েছে অনেক ভূমিকা। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যখন মানুষ বিপদে পড়ে তিনি ঠিক তখনই মানুষের পাশে এগিয়ে আসেন সমাজ রক্ষার কারিগর হিসাবে।
এর পাশাপাশি তিনি সুন্দরবন প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া শিশুদের জন্য গড়ে তুলেছেন জনগণের পাঠশালা। এছাড়া তিনি প্রতিদিন চলার পথে লোকাল ট্রেনে যাতায়াত করেন আর সেই ট্রেনের মধ্যে তিনি যাত্রীদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাজিক বার্তাও দিয়ে থাকেন। লোকাল ট্রেনে প্লাস্টিক বোতলের পরিবর্তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পোড়ামাটির বোতলে সাধারণ মানুষের জলপান করার পরামর্শ দেন। এ ছাড়া যাত্রীদের মধ্যে নানা ফলের গাছ ও সবজির বীজ বিনামূল্যে বিতরণ করেন। তার একটাই উদ্দেশ্য ও মত, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে।
advertisement
আরও পড়ুন: কাকদ্বীপ ভ্রমণের মজা বেড়ে দ্বিগুণ! এবার ২ কিমি জায়গা জুড়ে নতুন ইকো ট্যুরিজম! উদ্বোধন হলে বলে
advertisement
এছাড়াও তার একটি বড় ভূমিকা রয়েছে সুন্দরবন প্রত্যন্ত এলাকায়। বর্ষাকালে যদি কারো বাড়িতে বিষাক্ত কোন সাপ ঢুকে পড়ে, উনাকে খবর দিলে সঙ্গে সঙ্গে তিনি এই ঘটনায় পৌঁছে যান এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সাপ সেখান থেকে উদ্ধার করে সুস্থভাবে বন দফতরের হাতে তুলে দেন। এছাড়া সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষের তিনি সজাগ করেন, কীভাবে বাড়িতে বা চাষের জমিতে বিষাক্ত সাপ যদি ঢুকে পড়ে করবেন এবং তা থেকে কীভাবে বাঁচবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাকরির পাশাপাশি মানুষকে সচেতন করা এবং মানুষের পাশে দাঁড়ানোয় তার প্রধান কাজ বলে তিনি মনে করেন। সমরেন্দু চক্রবর্তী দীর্ঘ দিন ধরেই সুন্দরবনের মানুষের কাছে ত্রাতার ভূমিকা পালন করে আসছেন। প্রতি বছরের মত এ বছরও বর্ষার আগে সাধারণ মানুষকে সাপের বিষয়ে সচেতন করেন লোকাল ১৮ এর মাধ্যমে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নামেই পুলিশকর্মী! বাকিটা ইতিহাস! সমরেন্দু বাবুর কাজকর্ম শুনলে আপনি শুধু অবাক নয়, স্যালুটও জানাবেন