পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চলে। সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জালনোট। এই নোট গুলি সবই ৫০০ টাকার।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
সামশেরগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া তিনি জানান, এই জালনোট গুলি মালদার বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। ধৃত মারিয়াম বিবি, খাবির সেখ এবং বেলাল হোসেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুনBardhaman: ‘ও আমারই জন্ম দেওয়া সন্তান’! বর্ধমানে মেডিক্যালে শিশুচুরির ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য
পুলিশ এও জানিয়েছে, মারিয়াম বিবি এই জাল নোট পাচার করে চলছিলেন। তার মাধ্যমে দক্ষিণবঙ্গ হয়ে বিভিন্ন জেলায় এই জাল নোট চলে যাচ্ছিল। তবে দু’দিনের ব্যবধানে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উলেখ্য গত শনিবারও সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২ লক্ষ টাকার জালনোট। বুধবার ধৃত তিনজনকে ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
তন্ময় মণ্ডল