বীরভূমের সাঁইথিয়া সহ বিভিন্ন এলাকায় নকল সোনার কয়েন দেখিয়ে প্রতারণা করার চক্র সক্রিয় দীর্ঘদিন ধরেই। এর আগেও বীরভূমের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে নকল সোনার কয়েন । গ্রেফতার হয়েছে বেশ কিছু প্রতারকও । ঠিক সেই মতো এবারও অভিযান চালিয়ে সফল সাঁইথিয়া থানার পুলিশ । গত ৫ নভেম্বর ফোন করে ডেকে প্রতারণার ফাঁদ পেতে ছিল প্রতারক শেখ জালালউদ্দিন । তবে প্রতারণার আগেই প্রতারক হাতে নাতে ধরা পড়ে সাঁইথিয়া থানার পুলিশের কাছে ।
advertisement
আরও পড়ুন: আর মাত্র কয়েক দিন, বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
তাকে আটক করে সাঁইথিয়া থানার পুলিশ ।পরে তাকে গ্রেফতার করে , আদালতে তুলে পাঁচ দিনের জেল হেফাজতে নেয় পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর প্রতারক শেখ জালালউদ্দিনের কথা মতো বাতাসপুর রেলস্টেশন পল্লী থেকে উদ্বার হয় ৩১০ টি নকল সোনার কয়েন ও নগদ কিছু টাকা। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান , " পুলিশের আগে থেকেই নজরে ছিল প্রতারকদের গতি বিধি । খবর ছিল সাঁইথিয়ায় পাতা হয়েছে প্রতারণার নতুন ফাঁদ । সেই মতো প্রতারকদের ধরার সুযোগে ছিল পুলিশ । প্রতারকদের ফোন আসতেই পুলিশ পৌঁছে যায় প্রতারকদের কাছে । গ্রেফতার করে শেখ জালালউদ্দিন নামে এক ব্যক্তি কে । তার কাছ থেকে উদ্ধার হয় ৩১০ টি নকল সোনার কয়েন ও সঙ্গে নগদ কিছু টাকা। "
আরও পড়ুন: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!
সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিত দত্ত জানান, ''এর আগেই আমরা এই ধরনের চক্রের হদিস পেয়ে , তাদের গ্রেফতার করেছি। এই ধরনের বন্ধ করতে এলাকায় ব্যাপক প্রচার শুরু হয়েছে।''